মার্ক 13:13 - বাংলা সমকালীন সংস্করণ13 আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর আমার নামের জন্য তোমরা সকলের ঘৃণিত হবে; কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই নাজাত পাবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Ebaṇg tomará ámár nám prajukta sakaler ghrináspad haibá; kintu je keha shesh parjyanta sthir thákibe, sei paritrán páibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমার প্রতি আনুগত্যের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে-ই লাভ করবে পরিত্রাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে; কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে। কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। অধ্যায় দেখুন |