মার্ক 12:31 - বাংলা সমকালীন সংস্করণ31 দ্বিতীয়টি হল, ‘তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করবে।’ এগুলির থেকে আর বড়ো কোনও আজ্ঞা নেই।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 দ্বিতীয়টি এই, “তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করবে।” এই দু’টি হুকুম থেকে বড় আর কোন হুকুম নেই। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)31 Ebaṇg dvitíyaṭi ihár sadrisha, jathá, “Tumi ápan pratibásike átmatulya prem kara.” Ei dui ájná haite baṛa ár kona ájná nái. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 দ্বিতীয়টি হল এই, ‘তোমার প্রতিবেশীকে আত্মজ্ঞানে ভালবাসবে।’ এর চেয়ে বড় আর কোন আদেশ নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 দ্বিতীয়টী এই, “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” এই দুই আজ্ঞা হইতে বড় আর কোন আজ্ঞা নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 আর দ্বিতীয় আদেশ হল, এই, ‘তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে।’ এই আদেশ দুটি থেকে আর কোন বড় আদেশ নেই।” অধ্যায় দেখুন |