মার্ক 11:6 - বাংলা সমকালীন সংস্করণ6 এতে যীশু যেমন বলেছিলেন, তাঁরা সেভাবেই উত্তর দিলেন। আর সেই লোকেরা সেটিকে নিয়ে যেতে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তাতে ঈসা যেমন বলেছিলেন, তাঁরা ওদেরকে সেই মত বললেন, আর ওরা তাঁদেরকে সেটি নিয়ে যেতে দিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)6 Takhan Jíshur ájnánusáre uttar karile uhárá táhádigake jáite dila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যীশু তাঁদের যেভাবে বলে দিয়েছিলেন সেই মত বলতে তারা তাঁদের যেতে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তাঁহারা উহাদিগকে সেই মত বলিলেন, আর উহারা তাঁহাদিগকে উহা লইয়া যাইতে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তাতে যীশু যেমন বলেছিলেন, তাঁরা সেইমতো উত্তর দিলেন, তখন লোকেরা আর কিছু বলল না, গাধার বাচ্চাটাকে নিয়ে যেতে দিল। অধ্যায় দেখুন |