মার্ক 11:14 - বাংলা সমকালীন সংস্করণ14 তখন তিনি সেই গাছটিকে বললেন, “তোমার ফল কেউ যেন আর কখনও না খায়।” শিষ্যেরা তাঁকে একথা বলতে শুনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তিনি গাছটিকে বললেন, এখন থেকে কেউ কখনও তোমার ফল ভোজন না করুক। এই কথা তাঁর সাহাবীরা শুনতে পেলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Ataeb Jíshu pratyuttar‐svarúpe táháke kahilen, Adyábadhi anantakále‐o keha tomár phal bhojan ná karuk. E kathá táṇhár shishyerá shunite páila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তাই তিনি গাছটাকে বললেন, কেউ আর কখনও তোমার ফল খাবে না। শিষ্যেরা শুনলেন এ কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তিনি গাছটীকে বলিলেন, এখন অবধি কেহ কখনও তোমার ফল ভোজন না করুক। এ কথা তাঁহার শিষ্যেরা শুনিতে পাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তখন তিনি গাছটিকে বললেন, “এখন থেকে তোমার ফল আর কেউ কোন দিন খাবে না!” এই কথা তাঁর শিষ্যেরা শুনতে পেলেন। অধ্যায় দেখুন |