মার্ক 10:38 - বাংলা সমকালীন সংস্করণ38 যীশু বললেন, “তোমরা কী চাইছ, তা তোমরা জানো না। আমি যে পেয়ালায় পান করি, তাতে তোমরা কি পান করতে পারো? অথবা যে বাপ্তিষ্মে আমি বাপ্তিষ্ম লাভ করি, তাতে কি তোমরা বাপ্তিষ্ম নিতে পারো?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 ঈসা তাঁদেরকে বললেন, তোমরা কি যাচ্ঞা করছো, তা বোঝ না। আমি যে পাত্রে পান করি, তাতে কি তোমরা পান করতে পার এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তিস্ম নেই, তাতে কি তোমরা বাপ্তিস্ম নিতে পার? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)38 Jíshu uttar karilen, Tomará jáhá jácná karitecha, táhá bujha ná; ámi je pátre pán kari, táháte ki tomará pán karite pára? Ebaṇg ámi je báptisme báptáijita hai, táháte ki tomará báptáijita haite pára? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যীশু তাঁদের বললেন, তোমরা জান না তোমরা কি চাইছ। যে পেয়ালায় আমি পান করব, পারবে কি তোমরা সেই পেয়ালা থেকে পান করতে? অথবা যে বাপ্তিষ্ম আমি গ্রহণ করব, পারবে কি তোমরা সেই বাপ্তিষ্ম গ্রহণ করতে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমরা কি যাচ্ঞা করিতেছ, তাহা বুঝ না। আমি যে পাত্রে পান করি, তাহাতে কি তোমরা পান করিতে পার, এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজিত হই, তাহাতে কি তোমরা বাপ্তাইজিত হইতে পার? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 যীশু তাঁদের বললেন, “তোমরা জান না তোমরা কি চাইছ। আমি যে পেয়ালায় পান করি, তাতে তোমরা কি চুমুক দিতে পারবে বা আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজ হই তাতে কি তোমরা বাপ্তাইজ হতে পারবে?” অধ্যায় দেখুন |