মার্ক 10:34 - বাংলা সমকালীন সংস্করণ34 তারা তাঁকে বিদ্রুপ করবে, তাঁর গায়ে থুতু দেবে, চাবুক দিয়ে মারবে ও তাঁকে হত্যা করবে। তিন দিন পরে, তিনি আবার মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর তারা তাঁকে বিদ্রূপ করবে, তাঁর মুখে থুথু দেবে, তাঁকে কশাঘাত করবে ও হত্যা করবে; আর তিন দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠবেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)34 Ebaṇg táhárá bidrúp o koṛá prahár kariyá táṇhár mukhe thuthu diyá táṇháke badh karibe; pare tini tritíya dibase punaráy uṭhiben. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তারা তাঁকে বিদ্রূপ করবে, গায়ে থুতু দেবে, কশাঘাত করবে তারপর হত্যা করবে। কিন্তু তিনদিন পরে তিনি পুনরুত্থিত হবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর তাহারা তাঁহাকে বিদ্রূপ করিবে, তাঁহার মুখে থুথু দিবে, তাঁহাকে কোড়া মারিবে ও বধ করিবে; আর তিন দিন পরে তিনি আবার উঠিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 তারা বিদ্রূপ করবে, তাঁর মুখে থুথু দেবে, তাঁকে চাবুক মারবে এবং হত্যা করবে, আর তিন দিন পরে তিনি আবার বেঁচে উঠবেন।” অধ্যায় দেখুন |