মার্ক 10:14 - বাংলা সমকালীন সংস্করণ14 যীশু তা দেখে রুষ্ট হলেন। তিনি তাঁদের বললেন, “ছোটো শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিয়ো না। কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কিন্তু ঈসা তা দেখে অসন্তুষ্ট হলেন, আর তাঁদেরকে বললেন, শিশুদেরকে আমার কাছে আসতে দাও, বারণ করো না; কেননা আল্লাহ্র রাজ্য এদের মত লোকদেরই। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Kintu Jíshu táhá dekhiyá birakta haiyá táhádigake kahilen, Shishudigake ámár nikaṭ ásite deo, báran kario ná; kenaná Íshvarer rájye emat byaktider adhikár. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এই দেখে যীশু বিরক্ত হয়ে তাঁদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না ওদের। ঈশ্বরের রাজ্য এদের মত লোকদের জন্যই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাঁহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যীশু তা দেখে ক্রুদ্ধ হলেন এবং তাদের বললেন, “ছোট ছোট ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও। তাদের বারণ করো না, কারণ এদের মত লোকদের জন্যই তো ঈশ্বরের রাজ্য। অধ্যায় দেখুন |