মার্ক 1:6 - বাংলা সমকালীন সংস্করণ6 যোহন উটের লোমে তৈরি পোশাক এবং কোমরে এক চামড়ার বেল্ট পরতেন। তাঁর খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধনী ছিল। তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করতেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)6 Sei Johan ushtralomajáta bastre bastránvita, carma‐paṭukáte baddha‐kaṭi, ebaṇg pangapál o bana‐madhu‐bhojí chila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যোহন পরতেন উঠের লোমের পোষাক। তাঁর কোমরে বাঁধা থাকত চামড়ার কটিবন্ধ। তাঁর খাদ্য ছিল পঙ্গপান আর বনমধু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাঁহার কটিদেশে চর্ম্মপটুকা ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যোহন উটের লোমের তৈরী কাপড় পরতেন। তাঁর কোমরে চামড়ার কোমর বন্ধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। অধ্যায় দেখুন |