মার্ক 1:22 - বাংলা সমকালীন সংস্করণ22 তাঁর শিক্ষায় লোকেরা বিস্মিত হল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মতো শিক্ষা দিতেন, প্রথাগত শাস্ত্রবিদদের মতো নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তাতে লোকে তাঁর উপদেশে চমৎকৃত হল, কারণ তিনি ক্ষমতাসম্পন্ন্ন ব্যক্তির মত তাদেরকে উপদেশ দিতেন, আলেমদের মত নয়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)22 Táháte sakale táṇhár upadeshe camatkrita haila, káran tini shástrádhyápakganer nyáy upadesh ná diyá kshamatápanna byaktir nyáy táhádigake upadesh dilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 লোকেরা তাঁর শিক্ষা শুনে খুবই আশ্চর্য হত। তাঁর শিক্ষা শাস্ত্রীদের শিক্ষার মত ছিল না, ঐশীশক্তি পূর্ণ হয়েই তিনি শিক্ষা দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহাতে লোকে তাঁহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যীশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য হলেন, কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয় কিন্তু সম্পূর্ণ কর্ত্তৃত্ব সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন। অধ্যায় দেখুন |