মার্ক 1:21 - বাংলা সমকালীন সংস্করণ21 এরপর তাঁরা সবাই কফরনাহূমে গেলেন। পরবর্তী সাব্বাথ অর্থাৎ বিশ্রামদিনে যীশু সমাজভবনে গিয়ে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে তাঁরা কফরনাহূমে প্রবেশ করলেন আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে মজলিস-খানায় গিয়ে উপদেশ দিতে লাগলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)21 Pare táṇhárá Kapharnáhúme prabesh karile tini tatkshanát bishrámbáre samaj‐grihe giyá upadesh dite lágilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তাঁরা গেলেন কফরনাহুমে। পরের সাব্বাথ দিনে যীশু সমাজ ভবনে গিয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে তাঁহারা কফরনাহূমে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজ-গৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এরপর তাঁরা কফরনাহূম শহরে গেলেন। পরদিন শনিবার সকালে, অর্থাৎ বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে গিয়ে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন। অধ্যায় দেখুন |