মার্ক 1:14 - বাংলা সমকালীন সংস্করণ14 যোহন কারাগারে বন্দি হওয়ার পর, যীশু গালীলে গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে লাগলেন এবং বললেন: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর ইয়াহিয়াকে কারাগারে নেওয়ার পর ঈসা গালীলে এসে আল্লাহ্র সুসমাচার তবলিগ করে বলতে লাগলেন, ‘কাল সমপূর্ণ হল, আল্লাহ্র রাজ্য সন্নিকট হল; অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Anantar Johan [kárágáre] samarpita haile par Jíshu Gálíle ásiyá Íshvar‐rájyer susamácár pracár kariyá kahite lágilen, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যোহন কারাগারে বন্দী হওয়অর পর যীশু গালীল প্রদেশে গিয়ে ঈশ্বরের এই সুসমাচার প্রচার করতে লাগলেন।: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর যোহন কারাগারে সমর্পিত হইলে পর যীশু গালীলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যোহন কারাগারে বন্দী হবার পর যীশু গালীলে গেলেন; আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন। অধ্যায় দেখুন |
পৌলের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁরা একটি দিন স্থির করলেন। পৌল যেখানে বসবাস করছিলেন, তাঁরা আরও বেশি সংখ্যায় সেখানে এসে উপস্থিত হলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তাঁদের কাছে ঈশ্বরের রাজ্য সম্পর্কে ব্যাখ্যা ও প্রচার করলেন। তিনি মোশির বিধান ও ভাববাদীদের গ্রন্থ থেকে যীশুর বিষয়ে তাঁদের মনে বিশ্বাস জাগানোর চেষ্টা করলেন।