মথি 8:33 - বাংলা সমকালীন সংস্করণ33 যারা সেই শূকরদের চরাচ্ছিল, তারা দৌড়ে পালিয়ে নগরের মধ্যে গেল ও এসব বিষয়ের সংবাদ দিল; ওই ভূতগ্রস্ত লোকদের কী ঘটেছিল, সেকথাও তারা বলল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তখন যারা পাল চড়াচ্ছিল তারা পালিয়ে গেল এবং নগরে গিয়ে সমস্ত বিষয়, বিশেষত সেই বদ-রূহে পাওয়া লোকদের বিষয়ে সকলকে বললো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 যারা শূকর চরাচ্ছিল তারা সেখান থেকে পালিয়ে গেল। শহরে গিয়ে সমস্ত ব্যাপার এবং বিশেষ করে সেই অপদেবতাগ্রস্ত লোক দুটির বিষয় সকলকে জানাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তখন পালকেরা পলায়ন করিল, এবং নগরে গিয়া সমস্ত বিষয়, বিশেষতঃ সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 যারা সেই পাল চরাচ্ছিল, তারা দৌড়ে পালাল। তারা নগরের মধ্যে গিয়ে সব খবর জানাল। বিশেষ করে সেই ভূতে পাওয়া লোকদের বিষয়ে বলল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 তখন পালকেরা পালিয়ে গেল এবং শহরে গিয়ে সব বিষয়, বিশেষভাবে সেই ভূতগ্রস্তের বিষয় বর্ণনা করল। অধ্যায় দেখুন |