মথি 8:31 - বাংলা সমকালীন সংস্করণ31 সেই ভূতেরা যীশুর কাছে বিনতি করল, “আপনি যদি আমাদের তাড়াতে চান, তাহলে ওই শূকরদের মধ্যে আমাদের পাঠিয়ে দিন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তাতে বদ-রূহ্রা ফরিয়াদ করে তাঁকে বললো, যদি আমাদেরকে ছাড়িয়ে দেন, তবে ঐ শূকরের পালে পাঠিয়ে দিন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 অপদেবতারা যীশুকে অনুনয় করে বলল, যদি আমাদের তাড়িয়ে দিতেই চান তাহলে ঐ শূকরের পালের মধ্যেই পাঠিয়ে দিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাঁহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান, তবে ঐ শূকর-পালে পাঠাইয়া দিউন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তখন ভূতেরা যীশুকে অনুনয় করে বলল, “আপনি যদি আমাদের তাড়িয়েই দেবেন তবে ঐ শুয়োর পালের মধ্যে ঢুকতে হুকুম দিন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 তাতে ভূতেরা বিনতি করে তাঁকে বলল, যদি আমাদেরকে ছাড়ান, তবে ঐ শূকর পালে পাঠিয়ে দিন। অধ্যায় দেখুন |