মথি 8:14 - বাংলা সমকালীন সংস্করণ14 যীশু যখন পিতরের বাড়িতে এলেন, তিনি দেখলেন, পিতরের শাশুড়ি জ্বরে বিছানায় শুয়ে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর ঈসা পিতরের বাড়িতে এসে দেখলেন, তাঁর শাশুড়ি বিছানায় শুয়ে আছেন, তাঁর জ্বর হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 পিতরের বাড়িতে গিয়ে যীশু দেখলেন, পিতরের শ্বাশুড়ী জ্বরে শয্যাশায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর যীশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন, তাঁহার শাশুড়ী শয্যাগত, তাঁহার জ্বর হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যীশু পিতরের বাড়ীতে গিয়ে দেখলেন, পিতরের শাশুড়ীর ভীষণ জ্বর হয়েছে, আর তিনি বিছানায় শুয়ে আছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর যীশু পিতরের ঘরে এসে দেখলেন, তাঁর শাশুড়ী বিছানায় শুয়ে আছে কারণ তাঁর জ্বর হয়েছে। অধ্যায় দেখুন |