মথি 5:39 - বাংলা সমকালীন সংস্করণ39 কিন্তু আমি তোমাদের বলছি, কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ কোরো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করো না; বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে, অন্য গাল তার দিকে ফিরিয়ে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 কিন্তু আমি এখন বলছি, তোমার প্রতি যে অন্যায় করেছে তার প্রতিশোধ নিও না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে তোমার বাম গালও তার দিকে বাড়িযে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না; বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 কিন্তু আমি তোমাদের বলছি, দুষ্ট লোকদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তবে তার দিকে অপর গালটিও বাড়িয়ে দিও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা মন্দ লোককে বাধা দিয়ো না; বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে, অন্য গাল তার দিকে ফিরিয়ে দাও। অধ্যায় দেখুন |