মথি 28:1 - বাংলা সমকালীন সংস্করণ1 বিশ্রামদিনের অবসান হলে, সপ্তাহের প্রথম দিনে অতি প্রত্যূষকালে, মাগ্দালাবাসী মরিয়ম ও অন্য মরিয়ম সমাধি দেখতে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 বিশ্রামবার অবসান হলে, সপ্তাহের প্রথম দিন খুব ভোরে, মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখতে আসলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 বিশ্রামবারের পর, সপ্তাহের প্রথম দিনের প্রত্যুষে, মাগদালার মরিয়ম ও অপর মরিয়ম সমাধি দেখতে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 বিশ্রামদিন অবসান হইলে, সপ্তাহের প্রথম দিনের ঊষারম্ভে, মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ, ববিবার খুব ভোরে মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 বিশ্রামবার শেষ হয়ে এলো, সপ্তাহের প্রথম দিনের সূর্য্য উদয়ের দিন, মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখতে এলো। অধ্যায় দেখুন |