মথি 26:60 - বাংলা সমকালীন সংস্করণ60 বহু মিথ্যাসাক্ষী এগিয়ে এলেও তারা সেরকম কিছুই পেল না। শেষে দুজন এগিয়ে অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস60 কিন্তু অনেক মিথ্যাসাক্ষী এসে জুটলেও তা পেল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)60 অনেক মিথ্যা সাক্ষী এসে হাজির হলেও সেরূপ সাক্ষ্য প্রমাণ তারা পেল না। অবশেষে দুজন এগিয়ে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)60 কিন্তু অনেক মিথ্যাসাক্ষী আসিয়া যুটিলেও তাহা পাইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল60 অনেকে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য সেখানে হাজির হয়েছিল, তবু যে সাক্ষ্য যীশুকে হত্যা করার জন্য দরকার তা পাওয়া গেল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী60 কিন্তু অনেক মিথ্যাসাক্ষী এসে জুটলেও, তারা কিছুই পেল না। অধ্যায় দেখুন |