মথি 26:56 - বাংলা সমকালীন সংস্করণ56 কিন্তু এ সমস্ত এজন্যই ঘটছে, যেন ভাববাদীদের লিখিত বচনগুলি পূর্ণ হয়।” তখন সব শিষ্য তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস56 কিন্তু এ সব ঘটলো, যেন নবীদের লেখা কালামগুলো পূর্ণ হয়। তখন সাহাবীরা সকলে তাঁকে ছেড়ে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)56 কিন্তু এ সমস্ত এই জন্যই ঘটল যাতে নবীদের লেখা শাস্ত্রবচন পূর্ণ হয়। শিষ্যেরা তখন সকলে তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)56 কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়। তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল56 কিন্তু তোমরা আমায় গ্রেপ্তার কর নি। যাইহোক্, এসব কিছুই ঘটল যেন ভাববাদীদের লেখা সকল কথাই পূর্ণ হয়।” তখন তাঁর শিষ্যরা তাঁকে ফেলে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী56 কিন্তু এ সমস্ত ঘটল, যেন ভাববাদীদের লেখা ভাববাণীগুলি পূর্ণ হয়। তখন শিষ্যেরা সবাই তাঁকে ছেড়ে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুন |