মথি 22:40 - বাংলা সমকালীন সংস্করণ40 এই দুটি আজ্ঞার উপরেই সমস্ত বিধান ও ভাববাদীদের গ্রন্থ প্রতিষ্ঠিত।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 এই দু’টি হুকুমে সমস্ত শরীয়ত এবং নবীদের কিতাবের শিক্ষা ঝুলছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 মোশির বিধান ও নবীদের সমস্ত শিক্ষার ভিত্তি হল এ দুটি আদেশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 এই দুইটী আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদিগ্রন্থও ঝুলিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 সমস্ত বিধি-ব্যবস্থা ভাববাদীদের সমস্ত শিক্ষা, এই দুটি আদেশের উপর নির্ভর করে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 এই দুটি আদেশেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদীদের বই নির্ভর করে। অধ্যায় দেখুন |