মথি 2:14 - বাংলা সমকালীন সংস্করণ14 অতএব, যোষেফ উঠে শিশুটি ও তাঁর মাকে নিয়ে সেই রাত্রিতেই মিশরের উদ্দেশে রওনা হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তখন ইউসুফ উঠে সেই রাতেই শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিসরে চলে গেলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তখনি ঘুম থেকে উঠে যোষেফ শিশুটি ও তাঁর মাকে নিয়ে রাতের অন্ধাকারে মিশরে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তখন যোষেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটীকে ও তাঁহার মাতাকে লইয়া মিসরে চলিয়া গেলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তখন যোষেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে রাতে মিশরে রওনা হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তখন যোষেফ উঠে রাত্রিবেলায় শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিশরে চলে গেলেন, অধ্যায় দেখুন |