মথি 14:11 - বাংলা সমকালীন সংস্করণ11 তাঁর মাথা একটি থালায় করে এনে সেই মেয়েকে দেওয়া হল। সে তার মায়ের কাছে তা নিয়ে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর তাঁর মাথাটি একখানি থালায় করে এনে সেই কন্যাকে দেওয়া হল; আর সে তা তার মায়ের কাছে নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 থালায় করে মাথাটি এনে সেই মেয়েটিকে দেওয়া হল। সে তার মার কাছে সেটি নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর তাঁহার মস্তকটী একখানি থালায় করিয়া আনিয়া সেই কন্যাকে দেওয়া হইল; আর সে তাহা মাতার নিকটে লইয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এরপর যোহনের মাথাটি থালায় করে নিয়ে এসে সেই মেয়েকে দেওয়া হলে, সে তা নিয়ে তার মায়ের কাছে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর তাঁর মাথাটি একখানা থালায় করে এনে সেই মেয়েকে দেওয়া হল; আর সে তা মায়ের কাছে নিয়ে গেল। অধ্যায় দেখুন |