বিলাপ 4:22 - বাংলা সমকালীন সংস্করণ22 সিয়োন-কন্যা, তোমার শাস্তির দিন শেষ হবে; তোমার নির্বাসনের দিন তিনি আর বিলম্বিত করবেন না। কিন্তু ইদোম-কন্যা, তোমার পাপের শাস্তি তিনি দেবেন ও তোমার সমস্ত দুষ্টতা অনাবৃত করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর বন্দী দশায় ফেলে রাখবেন না; হে ইদোম-কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দেবেন, তোমার গুনাহ্ অনাবৃত করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সিয়োন তার পাপের মূল্য করেছে পরিশোধ, সমাপ্ত হয়েছে তার নির্বাসনের কাল। ইদোম, তোমার কিন্তু নিস্তার নেই, পাপের চরম দণ্ড নেমে আসবে তোমার উপরে, সমস্ত দুষ্কর্ম তোমার হবে উদ্ঘাটিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হইল; তিনি তোমাকে আর বন্দি-দশায় ফেলিবেন না; হে ইদোম-কন্যে, তিনি তোমার অপরাধের প্রতিফল দিবেন, তোমার পাপ অনাবৃত করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 সিয়োন, তোমার শাস্তি সম্পূর্ণ। তোমাকে আর বন্দী করে রাখা হবে না। কিন্তু ইদোমের জনগণ, প্রভু তোমাদের পাপের শাস্তি দেবেন। তিনি তোমাদের পাপের মুখোশ খুলে দেবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 সিয়োনের মেয়ে, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর কখনো নির্বাসিত করবেন না; হে ইদোমের মেয়ে, তিনি তোমার অপরাধের শাস্তি দেবেন, তোমার পাপ প্রকাশ করবে। অধ্যায় দেখুন |