বিলাপ 4:2 - বাংলা সমকালীন সংস্করণ2 বহুমূল্য সিয়োন-সন্তানেরা, যারা একদিন সোনার মতো গুরুত্বপূর্ণ ছিল, এখন তাদের অবস্থা মাটির পাত্রের মতো, যা কুমোরের হাতে নির্মিত! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হায়, বহুমূল্য সিয়োন-পুত্ররা, যারা খাঁটি সোনার মত, তারা মৃন্ময় ভাণ্ডের মত, কুম্ভকারের হাতের তৈরি বস্তুর মত গণিত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 সিয়োনের যে নবীন যুবারা একদিন ছিল মূল্যবান সোনার মতই, আজ মূল্যহীন তুচ্ছ মাটির পাত্রের মত পড়ে আছে তারা অনাদরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হায়, বহুমূল্য সিয়োন-পুত্রগণ, যাহারা নির্ম্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায়, কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 সিয়োনের লোকরা খুব মূল্যবান ছিল। তারা একসময় সোনার মতোই মূল্যবান ছিল। শত্রুরা তাদের কুমোরদের তৈরী মাটির পাত্রের মত ব্যবহার করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 সিয়োনের মূল্যবান ছেলেগুলো, যারা খাঁটি সোনার থেকে দামী, কিন্তু এখন তারা কুমোরের হাতে তৈরী মাটির পাত্রের মতো গণ্য হয়েছে, তা ছাড়া আর কিছুই নয়। অধ্যায় দেখুন |