বিলাপ 3:53 - বাংলা সমকালীন সংস্করণ53 তারা গর্তে ফেলে আমার প্রাণ শেষ করতে চেয়েছে, তারা আমার দিকে পাথর ছুঁড়েছে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস53 তারা আমার জীবন কূপে সংহার করেছে, এবং আমার উপরে পাথর নিক্ষেপ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)53 জীবন্ত ছুঁড়ে ফেলেছে আমায় অতল গহ্বরে, সেখানে পাথর দিয়েছে চাপা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)53 তাহারা আমার জীবন কূপে সংহার করিয়াছে, এবং আমার উপরে প্রস্তর নিক্ষেপ করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল53 তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে। আমি জীবিত আছি জেনেও তারা আমার দিকে পাথর ছুঁড়ছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী53 তারা আমার জীবন কুয়োতে ধ্বংস করেছে এবং আমার ওপরে পাথর ছুঁড়েছে। অধ্যায় দেখুন |