Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:35 - বাংলা সমকালীন সংস্করণ

35 পরাৎপর ঈশ্বরের সামনে যদি মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 কেড়ে নেওয়া হয় মানবের সব অধিকার প্রভুরই সাক্ষাতে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 পরাৎপরের সম্মুখে মনুষ্যের প্রতি অন্যায় করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 একজন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না। কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাৎ‌‌পরের সামনে এরকম কাজ করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 সর্বশক্তিমানের সামনে মানুষের প্রতি অন্যায় করে,

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:35
6 ক্রস রেফারেন্স  

আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন।


দোষীকে বেকসুর খালাস করে দেওয়া ও নির্দোষকে দোষী সাব্যস্ত করা— দুটি বিষয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।


দেশের সব বন্দিকে যদি লোকেরা পদতলে দলিত করে,


লোকদের মধ্যে যখন ঝগড়া হবে, সেই বিষয় যেন আদালতে নিয়ে যাওয়া হয় এবং বিচারকেরা তার বিচার করে নির্দোষকে নির্দোষ এবং দোষীকে দোষী বলে রায় দেবে।


যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে, যারা বিধবাদের তাদের শিকার বানায় এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।


“হে মহারাজ, পরাৎপর ঈশ্বর আপনার বাবা নেবুখাদনেজারকে আধিপত্য, মাহাত্ম্য, মহিমা ও প্রতিপত্তি দিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন