বিচারকর্তৃগণ 9:34 - বাংলা সমকালীন সংস্করণ34 অতএব অবীমেলক ও তার সব সৈন্যসামন্ত রাতের বেলায় উঠে চার দলে বিভক্ত হয়ে শিখিমের কাছে লুকিয়ে থাকল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 পরে আবিমালেক ও তার সঙ্গী সমস্ত লোক রাতে উঠে চার দল হয়ে লুকিয়ে রইলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 অবিমেলেক তার অনুগামীরা চার দলে ভাগ হয়ে রাতের বেলায় শেখেমের আশেপাশে লুকিয়ে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 পরে অবীমেলক ও তাহার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠিয়া চারি দল হইয়া শিখিমের বিরুদ্ধে লুকাইয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 একথা শোনার পর অবীমেলক তাঁর সৈন্যদলসহ রাত্রে উঠে শহরের দিকে রওনা হলেন। সৈন্যরা চারটে দলে ভাগ হয়ে গেল। তারা শিখিম শহরের কাছাকাছি একটি জায়গায় লুকিয়ে থাকল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 পরে অবীমেলক ও তার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠে চারটে দল ভাগ হয়ে শিখিমের বিরুদ্ধে লুকিয়ে থাকল। অধ্যায় দেখুন |