বিচারকর্তৃগণ 8:12 - বাংলা সমকালীন সংস্করণ12 মিদিয়নের দুই রাজা, সেবহ ও সল্মুন্না পালিয়ে গেলেন, কিন্তু গিদিয়োন তাঁদের পশ্চাদ্ধাবন করে তাঁদের ধরে ফেললেন এবং তাঁদের সমগ্র সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তখন সেবহ ও সল্মুন্ন পালিয়ে গেলেন, কিন্তু গিদিয়োন তাদের পিছনে তাড়া করে গেলেন এবং সেবহ ও সল্মুন্নকে, মাদিয়ানের সেই দুই বাদশাহ্কে ধরলেন; আর সমস্ত সৈন্যকে ভীষণ ভয় ধরিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 দুই মিদিয়নী রাজা সেবাহ্ ও সাল্মু্ন্না পালিয়ে গেলেন, গিদিয়োন কিন্তু তাঁদের ছাড়লেন না, তাড়া করে গিয়ে তাঁদের বন্দী করলেন এবং তাঁদের সৈন্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তখন সেবহ ও সল্মুন্ন পলায়ন করিলেন, কিন্তু তিনি তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; এবং সেবহ ও সল্মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরিলেন; আর সমস্ত সৈন্যকে ত্রাসযুক্ত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 মিদিয়নদের দুই রাজা সেবহ আর সল্মুন্ন পালিয়ে গেল। কিন্তু গিদিয়োন ঠিক তাদের ধরে ফেললেন। তাঁর সৈন্যরা শত্রু সৈন্যদের পরাজিত করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তখন সেবহ ও সল্মুন্ন পালিয়ে গেলেন কিন্তু তিনি তাঁদের পিছন পিছন তাড়া করলেন; এবং সেবহ ও সল্মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরলেন; আর সব সৈন্যকে ভয়যুক্ত করলেন। অধ্যায় দেখুন |