বিচারকর্তৃগণ 5:27 - বাংলা সমকালীন সংস্করণ27 তিনি যায়েলের পদাবনত হলেন, পতিত হলেন; যেখানে তিনি পদাবনত হলেন, সেখানেই মরে পতিত হয়ে রইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল; তাঁর চরণে হেঁট হয়ে পড়লো; যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 সে এলিয়ে পড়ল, তাঁর পায়ের তলায়।, নিথর হয়ে গেল তার দেহ যেখানে সে এলিয়ে পড়েছিল, সেখানেই রচিত হল তাঁর শেষ শয্যা। সেখানেই মরে পড়ে রইল সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 সে তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল, লম্বমান হইল; তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল; যেখানে হেঁট হইল, তথায় মরিয়া পড়িল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 যায়েলের পায়ে মাথা গুঁজে দিয়ে পড়ে গেল সীষরা। ভূতলশায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক চরম বিপর্যয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 সে তাঁর পায়ে হেঁট হয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল আর যেখানে হেঁট হল, সেখানে মারা গেল। অধ্যায় দেখুন |