বিচারকর্তৃগণ 20:3 - বাংলা সমকালীন সংস্করণ3 (বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকজন শুনেছিল যে ইস্রায়েলীরা মিস্পাতে গিয়েছে) পরে ইস্রায়েলীরা বলল, “আমাদের বলো কীভাবে এই ভয়াবহ ঘটনাটি ঘটল।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর বনি-ইসরাইল মিস্পাতে উঠে গেছে, এই কথা বিন্ইয়ামীনীয়রা শুনতে পেল। পরে বনি-ইসরাইল বললো, বল দেখি, এই দুষ্কর্ম কিভাবে হল? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 বিন্যামীন গোষ্ঠীর লোকেরা শুনতে পেল যে ইসরায়েলের অন্যান্য সমস্ত গোষ্ঠীর লোকেরা মিস্পাতে এসে সমবেত হয়েছে। ইসরায়েলীরা জানতে চাইল কিভাবে এমন গর্হিত কাণ্ড ঘটল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর ইস্রায়েল-সন্তানগণ মিস্পাতে উঠিয়া গিয়াছে, এই কথা বিন্যামীন-সন্তানগণ শুনিতে পাইল। পরে ইস্রায়েল-সন্তানগণ কহিল, বল দেখি, এই দুষ্কর্ম্ম কি প্রকারে হইল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা জানতে পারল ইস্রায়েলীয়রা মিস্পায় সব জড়ো হয়েছে। ইস্রায়েলীয়রা বলল, “কি করে এমন জঘন্য ঘটনা ঘটল আমাদের সব বল।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আর ইস্রায়েলীয়রা মিস্পাতে উঠে গিয়েছে, এই কথা বিন্যামীনরা শুনতে পেল। পরে ইস্রায়েলীয়রা বলল, “বল দেখি, এই খারাপ কাজ কিভাবে হল?” অধ্যায় দেখুন |