বিচারকর্তৃগণ 17:9 - বাংলা সমকালীন সংস্করণ9 মীখা তাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথাকার লোক?” “আমি যিহূদার বেথলেহেম নিবাসী এক লেবীয়,” সে বলল, “আর আমি থাকার জন্য একটি স্থান খুঁজছি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মিকাহ্ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসলে? সে তাকে বললো, আমি বেথেলহেম-এহুদার এক জন লেবীয়; যেখানে স্থান পাই, সেখানে বাস করতে যাচ্ছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 মীখা তাকে জিজ্ঞাসা কর, আপনি কোথা থেকে আসছেন? সে বলল, আমি একজন লেবীয়, যিহুদীয়ার বেথলেহেম ছেড়ে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 মীখা তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কোথা হইতে আসিলে? সে তাহাকে কহিল, আমি বৈৎলেহম-যিহূদার এক জন লেবীয়; যেখানে স্থান পাই, তথায় প্রবাস করিতে যাইতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 মীখা তাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথা থেকে আসছ?” যুবকটি বলল, “আমি একজন লেবীয়, বৈৎলেহম যিহূদা থেকে আসছি। বসবাসের জন্য জায়গা খুঁজছি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 মীখা তাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথা থেকে আসলে?” সে তাকে বলল, “আমি বৈৎলেহম-যিহূদার এক জন লেবীয়; যেখানে জায়গা পাই, সেখানে বাস করতে যাচ্ছি।” অধ্যায় দেখুন |