বিচারকর্তৃগণ 11:25 - বাংলা সমকালীন সংস্করণ25 আপনি কি সিপ্পোরের ছেলে মোয়াবের রাজা বালাকের থেকেও শ্রেষ্ঠ? তিনি কি কখনও ইস্রায়েলের সঙ্গে বিবাদ বা যুদ্ধ করেছিলেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 বলুন দেখি, মোয়াবের বাদশাহ্ সিপ্পোরের পুত্র বালাক থেকে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইসরাইলের সঙ্গে ঝগড়া করেছিলেন, না তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সিপ্পোরের পুত্র বালাক, যিনি মোয়াবের রাজা ছিলেন, আপনি কি তাঁর চেয়েও বড়? তিনি কি কখনও ইসরায়েলীদের সঙ্গে বিবাদ করেছিলেন বা যুদ্ধ করেছিলেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 বলুন দেখি, মোয়াবের রাজা সিপ্পোরের পুত্র বালাক হইতে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইস্রায়েলের সহিত বিবাদ করিয়াছিলেন, না তাহাদের সহিত যুদ্ধ করিয়াছিলেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তুমি কি সিপ্পোরের পুত্র বালাকের চেয়ে উৎকৃষ্ট? বালাক ছিল মোয়াবের রাজা। সে কি ইস্রায়েলীয়দের সঙ্গে তর্ক করেছিল? সে কি বস্তুত তাদের সঙ্গে যুদ্ধ করেছিল? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 বলুন দেখি, মোয়াবের রাজা সিপ্পোরের ছেলে বালাক থেকে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইস্রায়েলের সঙ্গে বিবাদ করেছিলেন, না তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? অধ্যায় দেখুন |