বিচারকর্তৃগণ 11:1 - বাংলা সমকালীন সংস্করণ1 গিলিয়দীয় যিপ্তহ ছিলেন এক শক্তিমান যোদ্ধা। তাঁর বাবার নাম গিলিয়দ; তাঁর মা ছিল এক বেশ্যা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ঐ সময়ে গিলিয়দীয় যিপ্তহ বলবান বীর ছিলেন; তিনি এক জন পতিতার পুত্র; তাঁর পিতা ছিলেন গিলিয়দ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেই সময়ে যিপ্তাহ্ ছিলেন গিলিয়দের এক মহাবীর। তিনি ছিলেন এক গণিকার সন্তান। তাঁর পিতার নাম গিলিয়দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ঐ সময়ে গিলিয়দীয় যিপ্তহ বলবান বীর ছিলেন; তিনি এক বেশ্যার পুত্র; গিলিয়দ তাঁহার জন্ম দিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 গিলিয়দ পরিবারগোষ্ঠীর একজন হচ্ছে যিপ্তহ। সে খুব শক্তিশালী যোদ্ধা। কিন্তু সে গণিকার পুত্র। তার পিতার নাম ছিল গিলিয়দ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 ঐ দিনের গিলিয়দীয় যিপ্তহ বলবান্ বীর ছিলেন; তিনি এক বেশ্যার ছেলে; গিলিয়দ তাঁর জন্ম দিয়েছিলেন। অধ্যায় দেখুন |