ফিলিপীয় 2:10 - বাংলা সমকালীন সংস্করণ10 যেন যীশুর নামে স্বর্গ-মর্ত্য-পাতালনিবাসী সকলে নতজানু হয় অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 যেন বেহেশতে, দুনিয়ায় ও পাতালে, প্রত্যেকেই ঈসার নামে হাঁটু পাতে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যেন স্বর্গ, মর্ত্য ও পাতালের সর্বজীবন ‘যীশু’ নামে নতজানু হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 যেন যীশুর নামে স্বর্গ মর্ত্ত্য পাতাল-নিবাসীদের “সমুদয় জানু পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যেন যারা স্বর্গে আছে, যারা মর্ত্যের লোক আর যারা পাতালের তারা সকলেই সেই যীশু নামের কাছে নতজানু হয়, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 যেন যীশুর নামে স্বর্গ এবং মর্ত্ত্য ও পাতালনিবাসীদের “প্রত্যেক হাঁটু নত হয়, অধ্যায় দেখুন |