প্রেরিত্ 8:29 - বাংলা সমকালীন সংস্করণ29 পবিত্র আত্মা ফিলিপকে বললেন, “তুমি ওই রথের কাছে গিয়ে তার কাছাকাছি থাকো।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 তখন পাক-রূহ্ ফিলিপকে বললেন, ঐ রথের কাছে যাও ও তার সঙ্গে সঙ্গে চল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 পবিত্র আত্মা তখন ফিলিপকে বললেন, দৌড়ে ঐ রথের কাছে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তখন আত্মা ফিলিপকে কহিলেন, নিকটে যাও, ঐ রথের সঙ্গ ধর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, “ঐ রথের কাছে যাও, তাঁর সঙ্গ ধর!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন তুমি সেই ব্যক্তির রথের সঙ্গে সঙ্গে যাও। অধ্যায় দেখুন |