প্রেরিত্ 21:32 - বাংলা সমকালীন সংস্করণ32 তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন শত-সেনাপতি ও সৈন্যকে নিয়ে দ্রুত জনতার কাছে ছুটে গেলেন। হাঙ্গামাকারীরা যখন সেনাপতি ও সৈন্যদের দেখতে পেল, তারা পৌলকে মারা বন্ধ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তাতে লোকেরা প্রধান সেনাপতিকে ও সেনাদেরকে দেখতে পেয়ে পৌলকে প্রহার করা থেকে নিবৃত্ত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন সেনাপতি ও সৈন্যদের নিয়ে ছুটে গেলেন জনতার মাঝখানে। তারা সেননায়কসহ সৈন্যদের দেখে পৌলকে প্রহার করা বন্ধ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 অমনি তিনি সেনাদিগকে ও শতপতিদিগকে সঙ্গে লইয়া তাহাদের নিকটে দৌড়িয়া আসিলেন; তাহাতে লোকেরা সহস্রপতিকে ও সেনাদিগকে দেখিতে পাইয়া পৌলকে প্রহার করিতে নিবৃত্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 তিনি তখনই সৈন্যদের ও তাদের কর্মকর্তাদের নিয়ে সেখানে ছুটে এলেন। ইহুদীরা যখন সেনাপতিকে ও তার সঙ্গে সৈন্যদের দেখল, তখন পৌলকে প্রহার করা বন্ধ করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 অমনি তিনি সেনাদের ও শতপতিদের সঙ্গে নিয়ে তাদের কাছে দৌড়ে গেলেন; তারফলে লোকেরা সহস্রপতিকে ও সেনাদেরকে দেখতে পেয়ে পৌলকে মারা বন্ধ করল। অধ্যায় দেখুন |