প্রেরিত্ 21:31 - বাংলা সমকালীন সংস্করণ31 তারা যখন তাঁকে হত্যা করতে উদ্যত, সেই সময়ে রোমীয় সৈন্যদলের অধিনায়কের কাছে সংবাদ পৌঁছাল যে, সমস্ত জেরুশালেম নগরে গণ্ডগোল শুরু হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 এভাবে তারা তাঁকে হত্যা করতে চেষ্টা করলে সৈন্যদলের প্রধান সেনাপতির কাছে এই সংবাদ আসলো যে, সারা জেরুশালেমে গণ্ডগোল শুরু হয়েছে। অমনি তিনি সেনাদেরকে ও শতপতিদেরকে সঙ্গে নিয়ে তাদের কাছে দৌড়ে আসলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 উন্মত্ত জনতা যখন পৌলকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই সময় রোমক সেনাবাহিনীর সেনানায়কের কাছে সংবাদ গেল যে জেরুশালেমে দাঙ্গা বেধেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 এইরূপে তাহারা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলে সৈন্যদলের সহস্রপতির কাছে এই সংবাদ আসিল যে, সমুদয় যিরূশালেমে গণ্ডগোল উপস্থিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 লোকেরা পৌলকে হত্যা করার চেষ্টা করছিল। রোমান সেনাপতির কাছে খবর পৌঁছলো যে সারা জেরুশালেম শহরে প্রচণ্ড গোলমাল শুরু হয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 এই ভাবে তারা তাঁকে হত্যা করার চেষ্টা করল, তখন সৈন্যদলের সহস্রপতির কাছে এই খবর এলো যে, সমস্ত যিরূশালেমে গন্ডগোল আরম্ভ হয়েছে। অধ্যায় দেখুন |