প্রেরিত্ 21:21 - বাংলা সমকালীন সংস্করণ21 তারা সংবাদ পেয়েছে যে, অইহুদি জাতিদের মধ্যে প্রবাসী সব ইহুদিকে তুমি মোশির পথ ত্যাগ করার শিক্ষা দাও, বলে থাকো, তারা যেন শিশুদের সুন্নত না করে বা আমাদের প্রথা অনুযায়ী না চলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তোমার বিষয়ে তারা এই সংবাদ পেয়েছে যে, তুমি অ-ইহুদীদের মধ্যে প্রবাসী সমস্ত ইহুদীকে মূসার পথ পরিত্যাগ করতে শিক্ষা দিয়ে বলে থাক, যেন তারা শিশুদের খৎনা না করে ও রীতি মেনে না চলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তারা সকলেই মোশি প্রদত্ত বিধানেরর গোঁড়া সমর্থক। তারা আপনার সম্বন্ধে এ কথা জেনেছে যে, অইহুদী অধ্যুষিত অঞ্চলে যে সমস্ত ইহুদীরা আচে, তাদের সকলকে আপনি নাকি মোশির বিধানশাস্ত্রর পরিত্যাগ করতে শিক্ষা দিয়েছেন, তাদের সুন্নত সংস্কার এবং সমস্ত আচার-অনুষ্ঠান পালন করতে নিষেধ করেছেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তোমার বিষয়ে তাহারা এই সংবাদ পাইয়াছে যে, তুমি পরজাতীয়দের মধ্যে প্রবাসী সমস্ত যিহূদীকে মোশির পথ পরিত্যাগ করিতে শিক্ষা দিয়া বলিয়া থাক, যেন তাহারা শিশুদের ত্বক্ছেদ না করে ও যথারীতি না চলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তারা আপনার বিষয়ে এই কথা শুনেছে যে অইহুদীদের মধ্যে বাসকারী প্রবাসী ইহুদীদের আপনি নাকি মোশির বিধি-ব্যবস্থা অনুসারে চলতে বারণ করেন। আপনি তাদের ছেলেদের সুন্নত করা বা ইহুদী রীতিনীতি মেনে চলা নাকি নিষেধ করেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তারা তোমার বিষয়ে এই কথা শুনেছে যে, তুমি অযিহুদিদের মধ্য প্রবাসী ইহুদীদের মোশির বিধি ব্যবস্থা ত্যাগ করতে শিক্ষা দিচ্ছ, যেন তারা শিশুদের ত্বকছেদ না করে ও সেই মত না চলে। অধ্যায় দেখুন |