প্রেরিত্ 21:12 - বাংলা সমকালীন সংস্করণ12 যখন আমরা একথা শুনলাম, তখন আমরা ও সেখানে উপস্থিত সবাই পৌলকে জেরুশালেম পর্যন্ত না যাওয়ার জন্য অনুনয় করলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 এই কথা শুনে সেখানকার ভাইয়েরা ও আমরা পৌলকে ফরিয়াদ করলাম, যেন তিনি জেরুশালেমে না যান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আমরা এবং সেখানকার সকলে এ কথা শুনে পৌলকে একান্তভাবে আনুরোধ করে বলতে লাগলাম যেন তিনি জেরুশালেমে যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম, যেন তিনি যিরূশালেমে না যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 সেই কথা শুনে আমরা ও যীশুর অন্য অনুগামীরা পৌলকে অনুরোধ করলাম যেন তিনি জেরুশালেমে না যান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 এই কথা শুনে আমরাও সেখানকার ভাইয়েরা পৌলকে অনুরোধ করলাম, তিনি যেন যিরূশালেমে না যান। অধ্যায় দেখুন |