প্রেরিত্ 20:20 - বাংলা সমকালীন সংস্করণ20 তোমরা জানো যে আমি তোমাদের পক্ষে কল্যাণকর কোনো কিছুই প্রচার করতে ইতস্তত করিনি, বরং প্রকাশ্যে এবং বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 মঙ্গললের কোন কথা গোপন না করে তোমাদেরকে সকলই জানিয়েছি এবং প্রকাশ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সঙ্কোচ করি নি; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 ইহুদীদের চক্রান্তে কত বাধাবিপত্তি এসেছে আমার জীবনে। তোমাদের কল্যাণের জন্য আমি অকুণ্ঠভাবে সুসমাচার প্রচার করেছি। প্রকাশ্যে এবং তোমাদের ঘরে ঘরে গিয়েও আমি শিক্ষাদান করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 কোন হিতকথা গোপন না করিয়া তোমাদিগকে সকলই জানাইতে, এবং সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, সঙ্কুচিত হই নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তোমাদের জন্য যা মঙ্গলজনক, ইতস্তত না করে সর্বদা তোমাদের কাছে বলেছি। এমন কি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি ও সুসমাচার প্রচার করেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 মঙ্গল জনক কোনও কথা গোপন না করে তোমাদের সকলকে জানাতে এবং সাধারনের মধ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, দ্বিধাবোধ করিনি; অধ্যায় দেখুন |