প্রেরিত্ 19:33 - বাংলা সমকালীন সংস্করণ33 ইহুদিরা আলেকজান্ডারকে সামনে এগিয়ে দিল। জনসাধারণের একাংশ চিৎকার করে তাকে নির্দেশ দিতে লাগল। এতে সে সকলের সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য হাত নেড়ে নীরব হওয়ার জন্য ইঙ্গিত করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তখন ইহুদীরা আলেকজাণ্ডারকে সম্মুখে উপস্থিত করায় লোকেরা জনতার মধ্য থেকে তাকে বের করলো; তাতে আলেকজাণ্ডার হাত দিয়ে ইশারা করে লোকদের কাছে পক্ষসমর্থন করতে উদ্যত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 আলেকজাণ্ডার নামে একটি লোককে ইহুদীরা তখন জনতার সামনে এগিয়ে দিল। তাদের কয়েকজন তার কাছে বিক্ষোভের কারণ খুলে বলল। সে তখন হাতের ইঙ্গিতে জনতাকে শান্ত হতে বলে জনসমাবেশের কাছে কিছু বলতে চেষ্টা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তখন যিহূদীরা আলেক্সান্দারকে সম্মুখে উপস্থিত করায় লোকেরা জনতার মধ্য হইতে তাহাকে বাহির করিল; তাহাতে আলেক্সান্দার হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া লোকসমূহের কাছে পক্ষসমর্থন করিতে উদ্যত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 কয়েকজন ইহুদী আলেকসান্দারকে সামনে ঠেলে দিল, একেই জনতার কয়েকজন পরামর্শ দিচ্ছিল। তিনি সকলকে ইশারায় চুপ করতে বললেন, ও তাদের কাছে কিছু বলতে চাইলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 তখন ইহুদীরা আলেকসান্দরকে সামনে উপস্থিত করাতে লোকেরা জনগনের মধ্যে থেকে তাকে বের করল; তাতে আলেকসান্দর হাতের দ্বারা ইশারা করে লোকেদের কাছে পক্ষ সমর্থন করতে চেষ্টা করলেন। অধ্যায় দেখুন |