প্রেরিত্ 15:37 - বাংলা সমকালীন সংস্করণ37 বার্ণবা চাইলেন যোহনকে সঙ্গে নিতে, যাকে মার্ক বলেও ডাকা হত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 আর বার্নাবাস চাইলেন, ইউহোন্না যাঁকে মার্ক বলে, তাঁকেও সঙ্গে নিয়ে যাবেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 বারনাবাস তখন মার্ক ওরফে যোহনকে সঙ্গে নিতে চাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 আর বার্ণবা চাহিলেন, যোহন, যাঁহাকে মার্ক বলে, তাঁহাকেও সঙ্গে লইয়া যাইবেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 বার্ণবা চাইলেন যেন যোহন অর্থাৎ মার্কও তাঁদের সঙ্গে যান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 আর বার্ণবা চাইলেন, যোহন, যাহাকে মার্ক বলে তাঁকেও সঙ্গে নিয়ে যাবেন। অধ্যায় দেখুন |