প্রেরিত্ 14:5 - বাংলা সমকালীন সংস্করণ5 অইহুদি ও ইহুদিরা, তাদের নেতৃবৃন্দের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্র করল যে তারা তাঁদের প্রতি দুর্ব্যবহার করবে ও তাঁদের পাথর দিয়ে মারবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর অ-ইহুদীরা ও ইহুদীরা, তাদের নেতাদের সঙ্গে তাঁদেরকে অপমান করতে ও পাথর মারতে সচেষ্ট হল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এবার ইহুদী ও অইহুদীরা তাদের পৌরকর্তৃপক্ষের সঙ্গে মিলে পৌল ও বারনাবাসকে উৎপীড়ন করার ও পাথর মারার ষড়যন্ত্র করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর পরজাতীয়েরা ও যিহূদীরা, তাহাদের অধ্যক্ষদের সহিত, তাঁহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে সচেষ্ট হইলে তাঁহারা তাহা বুঝিয়া অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন অইহুদীরা ও ইহুদীরা তাদের সমাজপতিদের সঙ্গে এক হয়ে পৌল ও বার্ণবাকে অপমান করে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তখন অযিহূদীর ও ইহুদীদের কিছু লোকেরা তাদের নেতাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে, তাঁদের অপমান ও পাথর মারার পরিকল্পনা করল। অধ্যায় দেখুন |