প্রেরিত্ 12:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তাঁকে গ্রেপ্তার করে তিনি কারাগারে রাখলেন। এক-একটি দলে চারজন করে সৈন্য, এমন চারটি দলের উপরে তিনি তাঁর পাহারার ভার দিলেন। হেরোদের উদ্দেশ্য ছিল, নিস্তারপর্বের পরে তাঁকে নিয়ে এসে সবার সামনে তাঁর বিচার করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তিনি তাকে ধরে কারাগারে রাখলেন এবং তাঁকে পাহারা দেবার জন্য চার জনে দল, এমন চার দল সেনার উপর ভার দিলেন। তিনি ভেবেছিলেন, ঈদুল ফেসাখের পরে তাঁকে লোকদের কাছে এনে উপস্থিত করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাঁকে কারাগারে বন্দী করলেন। তাঁকে পাহারা দেবার জন চারটি প্রহরীদল নিযুক্ত করলেন। প্রত্যেক দলে ছিল চারজন সৈনিক। হেরোদ ঠিক করলেন, খামিরবিহীন রুটি ভোজনের পর্বের পর তিনি জমসমক্ষে পিতরের বিচার করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তিনি তাঁহাকে ধরিয়া কারাগারে রাখিলেন, এবং তাঁহাকে পাহারা দিবার জন্য চারি জনে দল, এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন; মনে করিলেন, নিস্তারপর্ব্বের পরে তাঁহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাঁকে কারাগারে রাখলেন। তাঁকে পাহারা দেবার জন্য চারজন করে ষোল জন সৈনিককে নিয়োগ করলেন। তিনি মনে করলেন নিস্তারপর্বের পরে পিতরকে জনসাধারণের কাছে বিচারের জন্য হাজির করবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এবং তাঁকে পাহারা দেওয়ার জন্য চারটি ক্ষুদ্র সৈনিক দল, এমন চারটি সেনা দলের কাছে ছেড়ে দিলেন; মনে করলেন, নিস্তারপর্ব্বের পরে তাঁকে লোকদের কাছে হাজির করবেন। অধ্যায় দেখুন |