প্রকাশিত বাক্য 22:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে এবং তাঁর শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ও তাঁর মুখ দর্শন করবে এবং তাঁর নাম তাদের ললাটে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাঁর সেবকেরা তাঁর আরাধনা করবে, দর্শন করবে তাঁর শ্রীমুখ। তাঁর রনাম অঙ্কিত থাকবে তাদের ললাটে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এবং তাঁহার নাম তাহাদের ললাটে থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে; আর ঈশ্বরের নাম তাদের কপালে লেখা থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ও তারা তাঁর মুখ দেখবে এবং তাদের কপালে তাঁর নাম থাকবে। অধ্যায় দেখুন |