প্রকাশিত বাক্য 21:17 - বাংলা সমকালীন সংস্করণ17 তিনি মানুষের মাপকাঠি অনুসারে সেই প্রাচীর পরিমাপ করলেন এবং যার উচ্চতা 65 মিটার হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে তার প্রাচীর মাপলে, মানুষের অর্থাৎ ফেরেশতার পরিমাপ অনুসারে একশত চুয়াল্লিশ হাত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তিনি এর প্রাচীরও মাপলেন। এর উচ্চতা ষাট মিটার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে তাহার প্রাচীর মাপিলে, মনুষ্যের অর্থাৎ দূতের পরিমাণ অনুসারে এক শত চোয়াল্লিশ হস্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 পরে স্বর্গদূত নগরের প্রাচীর মাপলে দেখা গেল তা 144 হাত উঁচু। স্বর্গদূত মানুষের হাতের মাপ অনুযায়ী তা মাপলেন, এই মাপই তিনি ব্যবহার করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পরে তিনি দেয়ালটা মাপলে পর, সেটার উচ্চতা একশো চুয়াল্লিশ হাত হল মানুষ যে ভাবে মাপে সেই স্বর্গদূত সেই ভাবেই মেপেছিলেন। অধ্যায় দেখুন |