প্রকাশিত বাক্য 20:7 - বাংলা সমকালীন সংস্করণ7 সেই হাজার বছর শেষ হলে পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেই হাজার বছর সমাপ্ত হলে শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করা যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সহস্র বৎসর কাল অতিক্রান্ত হওয়ার পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সেই হাজার বছর শেষ হলে শয়তানকে অতলস্পর্শী গহ্বরের কারাগার থেকে মুক্ত করা হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যখন সেই হাজার বৎসর শেষ হবে, শয়তানকে তার জেলখানা থেকে মুক্ত করা যাবে। অধ্যায় দেখুন |