প্রকাশিত বাক্য 2:7 - বাংলা সমকালীন সংস্করণ7 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি ঈশ্বরের পরমদেশে অবস্থিত জীবনদায়ী গাছের ফল খাওয়ার অধিকার দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যার কান আছে, সে শুনুক, পাক-রূহ্ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, তাকে আমি আল্লাহ্র “পরমদেশস্থ জীবন-বৃক্ষের” ফল ভোজন করতে দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 শোনার মত কান যচার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন, “যে জয়ঈ হবে তাকে আমি পরম দেশে ঈশ্বরের উদ্যানের জীবনবৃক্ষের ফল খেতে দেব।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, তাহাকে আমি ঈশ্বরের “পরমদেশস্থ জীবনবৃক্ষের” ফল ভোজন করিতে দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “যার শোনার মত কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন। যে বিজয়ী হয় আমি তাকে জীবন বৃক্ষের ফল খাওয়ার অধিকার দেব। এই বৃক্ষ রয়েছে ঈশ্বরের বাগানে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যার শোনার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলী গুলোকে কি বলছেন, যে জয়ী হবে, তাকে আমি ঈশ্বরের “স্বর্গরাজ্যের জীবনবৃক্ষের” ফল খেতে দেব। অধ্যায় দেখুন |