প্রকাশিত বাক্য 19:16 - বাংলা সমকালীন সংস্করণ16 তাঁর পোশাকে ও তাঁর ঊরুতে তাঁর এই নাম লেখা আছে: রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর তাঁর পরিচ্ছদে ও ঊরুদেশে এই নাম লেখা আছে— “বাদশাহ্দের বাদশাহ্ ও প্রভুদের প্রভু।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তাঁর বস্ত্রে ও ঊরুদেশে মুদ্রিত রয়েছে এই নাম —রাজাধিরাজ, প্রভুদের প্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর তাঁহার পরিচ্ছদে ও ঊরুদেশে এই নাম লেখা আছে,— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তাঁর পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম: “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তাঁর পোশাকে এবং ঊরুতে একটা নাম লেখা আছে, তা হলো “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু”। অধ্যায় দেখুন |