পরমগীত 8:14 - বাংলা সমকালীন সংস্করণ14 ওগো মোর প্রেমিক, চলে এসো, এবং সুগন্ধি মশলায় ছেয়ে যাওয়া পর্বতমালায় বিচরণরত হরিণী কিংবা হরিণশাবক সদৃশ হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 হে আমার প্রিয়, শীঘ্র চল, সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে, কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চার মত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 হে আমার প্রিয়, শীঘ্র চল, মৃগের কিম্বা হরিণশাবকের সদৃশ হও, সুগন্ধময় পর্ব্বতশ্রেণীর উপরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রিয় আমার, পালিয়ে যাও। সুগন্ধি মসলার পর্বতে তুমি হরিণের মত কিংবা মৃগবৎসের মত হয়ে গেছ! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 প্রিয় আমার, তাড়াতাড়ি এস; সুগন্ধিত পাহাড়ের উপরে কৃষ্ণসারের মত কিংবা হরিণের বাচ্চার মত হও। অধ্যায় দেখুন |