পরমগীত 5:3 - বাংলা সমকালীন সংস্করণ3 আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি— তা কি আবার আমায় পরিধান করতে হবে? আমার দুই পা ধুয়েছি— তা কি আবার ধূলিমলিন করব? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 ‘আমি আমার পোশাক খুলেছি, কেমন করে পরবো? আমি পা দুখানি ধুয়েছি, কেমন করে মলিন করবো?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমি খুলেছি আমার আবরণখানি কি করে আবার পরি, ধুয়েছি আমার চরণযুগল কি করে মলিন করি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 ‘আমি আমার অঙ্গরক্ষিণী খুলিয়াছি, কেমন করিয়া পরিধান করিব? আমি পা দুখানি ধুইয়াছি, কেমন করিয়া মলিন করিব?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “আমি আমার বসন ত্যাগ করেছি। আবার আমি তা পরতে চাই না। আমি আমার পা দুটি ধুয়ে ফেলেছি। আমি তাতে আর কাদা লাগাতে চাই না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 “আমি আমার পোশাক খুলে ফেলেছি; আমি আবার কিভাবে তা পরব? আমি আমার পা ধুয়েছি; আমি আবার কিভাবে তা নোংরা করব?” অধ্যায় দেখুন |